৳ 400.00
১২.১২.২০১৯ আজকের এই দিনে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ৭,৭১৪,১১৯,৯৬৯। প্রতিটি সেকেন্ডেই বেড়ে চলছে এই জনসংখ্যার পরিমান। প্রত্যেকটি মানুষ বেঁচে আছে তার একটি নিজস্ব সত্তা ও সমাজ ব্যবস্থা নিয়ে। আশে পাশের এবং কাছের মানুষগুলো নিয়ে আমরা খুব সহজ এবং কমন কিছু ডায়লগ ব্যবহার করে থাকি যার মধ্যে ‘আমরা আমরাই তো’ একটা খুবই কমন ডায়লগ। সচরাচর সমবয়সী কিশোর, যুবক বা কাছের মানুষগুলো এই কথাটি ব্যবহার করে থাকে। এভাবে এই ডায়লগ গুলো ছড়িয়ে পরে মুখে মুখে এক জায়গা থেকে অন্য জায়গায়। আমরা আমরাই তো কথাটা শুনতে খুবই আপন মনে হয়। এই একটা কথার কারণে অনেক সময় অল্প পরিচিত মানুষ গুলোর সঙ্গেও একটা ভালো সম্পর্কের সেতু বুনে যায়। এই আমরা আমরাই তো কথাটা ব্যবহারে মানুষের প্রতি মানুষের আস্থা, ভরসা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। আর তাই আমরা আমরা মিলেমিশে জাতি-ধর্ম ও হিংসা-বিদ্বেষ ভুলে সামনের পথে এগিয়ে যাই এটাই প্রত্যশা।
Reviews
There are no reviews yet.